কলম্বিয়া

কলম্বিয়া বা কলম্বিয়া প্রজাতন্ত্র দক্ষিণ আমেরিকার উত্তর-পশ্চিম অংশে অবস্থিত একটি রাষ্ট্র।

কলম্বিয়া দক্ষিণ আমেরিকার একমাত্র দেশ যার ক্যারিবীয় সাগর ও প্রশান্ত মহাসাগর-উভয় জলভাগেই তটরেখা আছে। কলম্বিয়ার পূর্বে ভেনেজুয়েলা ও ব্রাজিল, দক্ষিণে ইকুয়েডর ও পেরু, এবং উত্তর-পশ্চিমে পানামা।

বোগোতা দেশের রাজধানী ও বৃহত্তম শহর।

বিগত ১০০ বছরে অর্থনৈতিক সমৃদ্ধি ঘটলেও রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক ক্ষমতা একটি ক্ষুদ্র বিত্তশালী শ্রেণীর হাতে কুক্ষিগত। ২০শ শতকের মধ্যভাগে গৃহযুদ্ধ কলম্বিয়ার সমাজব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করে। বামপন্থী গেরিলা ও আধা-সামরিক বাহিনী এবং কলম্বিয়ার সেনাবাহিনীর মধ্যে দেশের গ্রামাঞ্চলে ব্যাপক সংঘর্ষ হয়। একই সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও অন্যান্য ধনী শিল্পোন্নত দেশগুলিতে মাদকদ্রব্যের, বিশেষত কোকেনের চাহিদার ফলে কলম্বিয়াতে অবৈধ মাদক চোরাচালান ব্যবসা প্রসার লাভ করে। কলম্বীয় সরকার মাদক উৎপাদন সীমিত করার এবং বিরোধী গেরিলা বাহিনীর সাথে শান্তিপূর্ণ সমঝোতার চেষ্টা করে যাচ্ছে। ২১শ শতকের শুরুতে এসেও সহিংসতা কলম্বীয় নাগরিকদের জীবনের নিত্যনৈমিত্যিক ঘটনা ছিল।

Revolutionary Armed Forces of Colombia:FARC

কলম্বিয়ার বিদ্রোহী গোষ্ঠী FARC. ২৭ জুন, ২০১৭ FARC অস্ত্র সমর্পণ করে নতুন নামে নব যাত্রা শুরু করে। FARC এর নতুন নাম – The Common Alternative Revolutionary Force.

The National Liberation Army:NLA

অর্ধ শতকেরও বেশি সময় ধরে চলা যুদ্ধের পর কলম্বিয়া সরকারের সাথে যুদ্ধ বিরতিতে রাজি হয়েছে দেশটি অন্যতম বিদ্রোহী গ্রুপ ELN. ৪ সেপ্টেম্বর ২০১৭ কলম্বিয়ার প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়াল সান্তোস ও ELN বিদ্রোহীরা যুদ্ধবিরতির ঘোষণা দেয়। তাদের এ যুদ্ধ বিরতি চলবে ১২ জানুয়ারি ২০১৮ সাল পর্যন্ত।

Add a Comment