অ্যাঙ্গুইলা
|অ্যাঙ্গুইলা ক্যারিবীয় অঞ্চলের একটি ব্রিটিশশাসিত বিদেশী অঞ্চল। এটি লেসার অ্যান্টিলেসের লিওয়ার্ড দ্বীপপুঞ্জের সবচেয়ে উত্তরের অংশ, যা পুয়ের্তো রিকো ও ভার্জিন দ্বীপপুঞ্জের পূর্বে এবং সেন্ট মার্টিনের সরাসরি উত্তরে অবস্থিত। এই অঞ্চলের রাজধানী হল দ্য ভ্যালি। দ্বীপটির স্থানীয় আরাওক নাম হলোমালিওহানা। দ্বীপটির আকৃতির কারণে ইতালীয় শব্দ অ্যাংগুইলা থেকে এর নামকরন করা হয়েছে। শব্দটির অর্থ হচ্ছে, “বানমাছ”। শব্দটি ল্যাটিন শব্দ অ্যাংগুয়িস (অর্থ: “সাপ”) থেকে উদ্ভুত।