রাউটার(Router)

Router শব্দটি এসেছে Route শব্দ থেকে। এটি কিবোর্ড, মাউস ও মনিটর ছাড়া এক বিশেষ ধরনের কম্পিউটার। কেননা এতে প্রসেসর, মেমোরি ও সফটওয়্যার থাকে। অর্থাৎ হার্ডওয়ার ও সফটওয়্যারের সমন্বয়ে তৈরি । এটি নেটওয়ার্ক তৈরির কাজে ব্যবহার করা হয়। ইন্টারনেট অসংখ্য নেটওয়ার্কের সমন্বয়ে তৈরি । একই প্রোটোকলের অধীনে কার্যরত দুটি নেটওয়াকর্কে সংযুক্ত করার জন্য রাউটার ব্যবহৃত হয়। গেটওয়ে হল দুটি নেটওয়ার্কের সংযোগ স্থল যেখানে রাউটার স্থাপন করা হয়। গেটওয়ের কাজ প্রটোকলকে ট্রান্সলেশন করা।

Wireless Router
Wireless Router

Routers use headers and forwarding tables to determine the best path for forwarding the packets, and they use protocols such as ICMP to communicate with each other and configure the best route between any two hosts.

বর্তমানে ইন্টারনেটে অসংখ্য রাউটার আছে। রাউটার এর প্রধান কাজ ডেটা বা উপাত্তকে পথ নির্দেশনা দেওয়া। ধরা যাক অস্ট্রেলিয়ায় অবস্থিত কাউকে ই-মেইলের মাধ্যমে একটি ছবি পাঠাতে হবে। ছবিটি কয়েকটি ডেটা প্যাকেটে বিভক্ত হয়ে ইন্টারনেটের মাধ্যমে তার কম্পিউটারে পৌছাবে।

প্রতিটি ডেটা প্যাকেটে গন্তব্যস্থলের ঠিকানা সংযুক্ত থাকে। ইন্টারনেট যেহেতু জালের মতো গোটা পৃথিবী জুড়ে বিস্তৃত, তাই বিভিন্ন ডেটা প্যাকেট বিভিন্ন পথে গন্তব্যে পৌছাতে পারে। একটি ডেটা প্যাকেট কোনো একটি রাউটার-এ পৌছালে পরবতী কোন পথে অগ্রসর হলে ডেটা সহজে এবং দ্রুত গন্তব্যে পৌছাবে তার পথনির্দেশ দেয় ঐ রাউটার ।

Add a Comment