লিংকডইন(LinkedIn)

লিঙ্কডইন পেশাজীবীদের সামাজিক যোগাযোগের একটি ওয়েবসাইট। সাইটটি ডিসেম্বর, ২০০২ সালে প্রতিষ্ঠিত হয় এবং ৫ মে, ২০০৩ সালে আনুষ্ঠানিক ভাবে চালু করা হয়। সামাজিক যোগাযোগের এই ওয়েবসাইটটি পেশাজীবীরাই বেশি ব্যবহার করে থাকে।

২০১৬ সালে Microsoft Corporation ২৬.৪ বিলিয়ন ডলারে লিংকডইনকে অধিগ্রহণ করে।

Add a Comment