ভিকে(VK )
|VK বা VKontakte যার ইংলিশ মানে হল InContact. এটি বিশ্বের ২য় বৃহত্তম সামাজিক নেটওয়ার্কিং ওয়েবসাইট, রাশিয়া এবং সাবেক সোভিয়েত প্রজাতন্ত্রগুলি, যেমন ইউক্রেন, বেলারুশ ও কাজাখস্তান -এ এটি সর্বাধিক জনপ্রিয় ওয়েবসাইট। এই সামাজিক নেটওয়ার্কিং ওয়াবসাইট অনেক ভাষায় ব্যবহার করা যায়, কিন্তু এটি রুশ ভাষা ব্যবহারকারীদের মধ্যে বেশি জনপ্রিয়। এই সামাজিক যোগাযোগের মাধ্যমটি ২০০৬ সালে Vkontakte Ltd তৈরি করে।