টাম্বলার(Tumblr)
|টাম্বলার একটি মাইক্রোব্লগিং এবং সামাজিক নেটওয়ার্কিং ওয়েবসাইট যা ডেভিড কার্প, ২০০৭ সালে প্রতিষ্ঠা করেন। টাম্বলার এ নিজের পছন্দ অনুযায়ী ব্লগ তৈরী করা যায়, যেখানে ব্যবহারকারীরা ড্যাশবোর্ডের সাহায্যে বিভিন্ন মাল্টিমেডিয়া পোস্ট করতে পারে। এক ব্যবহারকারী অপরজনের ব্লগ অনুসরন করতে পারে।
২০১৩ সাল ইয়াহুর ১.১ বিলিয়ন ডলারে টাম্বলার কে অধিগ্রহণ করে।