হাইড্রোজেন বোমা

মূলকথাঃ হাইড্রোজেন বোমার জনক এডয়ার্ড টেলার। ১৯৫২ সালে ইউএস হাইড্রোজেন বোমার সফল পরীক্ষা চালায়। সোভিয়েত ইউনিয়ন ১৯৫৩ সালে ‘জার বোমা’ নামক হাইড্রোজেন বোমার পরীক্ষা চালায়। হাইড্রোজেন বোমায় সাধারণত ফিউশন প্রক্রিয়ায় ঘটে। ২০১৬ সালে ৬ষ্ঠ দেশ হিসাবে উত্তর কোরিয়া পুঙ্গেরি পরীক্ষা কেন্দ্রে হাইড্রজেন বোমার সফল পরীক্ষা চালায়।

Hydrogen Bomb Structure
Hydrogen Bomb Structure

নিউক্লিয় অস্ত্রকে তিন ভাগে ভাগ করা যায়-
১. পারমাণবিক বোমা
২. নিউট্রন বোমা ও
৩. হাইড্রোজেন বোমা

হাইড্রোজেন বোমার আরেক নাম থার্মোনিউক্লিয়ার বোমা(Device). ধ্বংসের জন্য এর চেয়ে শক্তিশালী অস্ত্র পৃথিবীতে আর নেই। আণবিক বা পারমাণবিক বোমার চেয়ে হাজার গুণ বেশি শক্তিধর হতে পারে হাইড্রোজেন বোমা। এ বোমা বিস্ফোরণে লাখ লাখ ডিগ্রি তাপমাত্রা উৎপন্ন হয়। যুদ্ধক্ষেত্রে এখন পর্যন্ত হাইড্রোজেন বোমা ব্যবহার করেনি কোন দেশ। এ পর্যন্ত পরীক্ষিত সবচেয়ে শক্তিশালী হাইড্রোজেন বোমা, ১৯৬১ সালে সোভিয়েত ইউনিয়ন কর্তৃক পরীক্ষা চালানো ‘জার বোমা’। যেটার অর্থ ‘বোমার রাজা’। এ বোমার সক্ষমতা ছিল ৫০,০০ কিলোটন।

সাবেক সোভিয়েত ইউনিয়ন বা বর্তমান রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যকার শীতল যুদ্ধের সময় হাইড্রোজেন বোমার জন্ম হয়। ২৯ আগস্ট ১৯৪৯ সালে সোভিয়েত ইউনিয়ন পারমাণবিক বোমার সফল পরীক্ষা চালানোর পর আরও শক্তিশালী বোমা বানানোর প্রয়োজনীয়তা থেকেই হাইড্রোজেন বোমা তৈরীতে তৎপর হয় যুক্তরাষ্ট্র। দেশের মধ্যেই অনেক বিরোধিতা থাকা সত্ত্বেও হাঙ্গেরিতে জন্মগ্রহণকারী মার্কিন পরমাণুবিদ এডয়ার্ড টেলার-এর নেতৃত্বে সরকারি পৃষ্ঠপোষকতায় শুরু হয় হাইড্রোজেন বোমা বানানোর প্রকল্প। এ প্রকল্পের অধীনে ১ নভেম্বর ১৯৫২ প্রশান্ত মহাসাগরীয় মার্শাল দ্বীপের এনিউটাকে(Enewetak) সর্বপ্রথম সফলভাবে হাইড্রোজেন বোমার বিস্ফোরণ ঘটায় যুক্ত্ররাষ্ট্র। আর একারনে এডয়ার্ড টেলারকে বলা হয় হাইড্রোজেন বোমার জনক।

অন্যদিকে সোভিয়েত ইউনিয়ন ও পরমাণু বজ্ঞানী আন্দ্রে শাখারভ-এর নেতৃত্বে এক বছরের মধ্যে ১২ আগস্ট ১৯৫৩ হাইড্রোজেন বোমার সফল পরীক্ষা চালায়। এরপর যুক্তরাষ্ট্র, চীন ও ফ্রান্স যথাক্রমে ১৫ মে ১৯৫৭, ১৭ জুন ১৯৬৭, ২৮ আগস্ট ১৯৬৮ তে হাইড্রোজেন বোমার সফল পরীক্ষা চালায়। আর সর্বশেষ ৬ জানুয়ারি ২০১৬ সালে ৬ষ্ঠ দেশ হিসাবে হাইড্রোজেন বোমার সফল পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। উত্তর কোরিয়া সকল পারমাণবিক পরীক্ষা চালায় পুঙ্গে-রি পরীক্ষা কেন্দ্রে।

Add a Comment