সুশাসন সম্পর্কিত কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১। “সুশাসন মানবাধিকার ও আইনের শাসনকে নিশ্চিত করে , জনপ্রশাসনে দক্ষতা ও স্বচ্ছতা নিশ্চিত করার মাধ্যমে গণতন্ত্রের ভিতকে শক্তিশালী করে ” কার উক্তি ? কফি আনান

২। “সুশাসন বলতে রাষ্ট্রের সাথে সুশীল সমাজের , সরকারের সাথে শাসিত জনগণের , শাসকের সাথে শাসিতের সম্পর্কে বুঝায়।” ম্যাককরনী

৩। শাসক যদি ন্যায়বান হয় তাহলে আইন অনাবশ্যক, আর শাসক যদি দুর্নীতিপরায়ণ হয় তাহলে আইন নিরার্থক’ – বলেছেন কে ? প্লেটো

৪। ‘সার্বিক উন্নয়নের লক্ষে একটি দেশের সামাজিক এবং অর্থনৈতিক সম্পদের ব্যবস্থাপনার জন্য ক্ষমতা প্রয়োগের পদ্ধতিই হলো গভার্নেন্স’ বিশ্বব্যাংক

৫। ‘আইনের দৃষ্টিতে সবাই সমান’ –একথা বলেছেন— অধ্যাপক ডাইসি

৬। সুশাসন প্রত্যয়টি উদ্ভাবন করে কে ? বিশ্ব ব্যাংক(1989)। ধারণা দেয় ১৯৯৪।

৭। সুশাসন প্রত্যয়টিকে প্রথম সুস্পষ্ট ব্যাখ্যা দেয় কে ? বিশ্ব ব্যাংক

১০। সুশাসনের মূলনীতি প্রকাশ করে কে ? ইউএনডিপি ( ১৯৯৭)

১১। WB সুশাসনকে এজেন্ডা হিসেবে গ্রহণ করে কবে ? আশির দশকের দ্বিতীয়ার্ধে

১২। IMF সুশাসনকে এজেন্ডা হিসেবে গ্রহণ করে কবে ? ১৯৯৬

১৩। “শাসক ও উন্নয়ন”শীর্ষক প্রতিবেদন প্রথম প্রকাশ করে ? বিশ্বব্যাংক ( ১৯৯২)

১৪। “শাসন ও ক্রমবর্ধমান মানবিক উন্নয়ন “শীর্ষক প্রতিবেদন প্রথম প্রকাশ করে ? জাতিসংঘ ( ১৯৯৭)

১৫। বৈশ্বিক মানব উন্নয়ন সূচক প্রকাশ করে কে ? ইউএনডিপি

১৬। সুশাসন নিশ্চিত করতে White paper প্রকাশ করে কে ? EEC

১৭। সুশাসন প্রতিষ্ঠার অপরিহার্য বিষয় হলো ?? গণতান্ত্রিক মূল্যবোধ।

১৮। সুশাসনের মানদন্ড হল ?? জনগণের সম্মতি ও সন্তুষ্টি বা জনগণের মত প্রকাশের স্বাধীনতা

১৯। সুশাসনের পূর্বশর্ত ? জবাবদিহিতা/ মত প্রকাশের স্বাধীনতা / অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন

২০। সুশাসনের অন্যতম প্রতিবন্ধক হলো>>?? দুর্নীতি/ স্বজনপ্রীতি

২১। জনগণ ও সরকারের Win Win Game বলা হয়- সুশাসনকে

২২। Johannesburg Plan of Implementation সুশাসনের সঙ্গে যে বিষয়টিকে অধিকতর গুরুত্ব দিয়েছে ? টেকসই উন্নয়ন

২৩। দুটি চরম পন্থার মর্ধবর্তী পন্থা হলো ‘ সুবর্ণ মধ্যক’ এই ধারণার প্রবর্তক কে ? এরিস্টটল

২৪। Power : A New Social Analysis’ গ্রন্থটি কার লেখা ? বার্ট্রান্ড রাসেল

২৫। সুশাসন হচ্ছে এমন এক শাসন ব্যবস্থা যা শাসক ও শাসিতের মধ্যে – আস্থার সম্পর্ক গড়ে তোলে।

Add a Comment