Lord Byron

জর্জ গর্ডন বায়রন, যিনি লর্ড বায়রন নামেই বেশি পরিচিত, একজন ব্রিটিশ কবি এবং রোম্যান্টিক আন্দোলনের অন্যতম মুখ্য ব্যক্তি। বায়রনের বিখ্যাত কর্মের মধ্যে রয়েছে দীর্ঘ বর্ণনামূলক কবিতা ডন জুয়ান (Don Juan) এবং চাইল্ড হ্যারল্ড’স পিলগ্রিমেজ (Childe Harold’s Pilgrimage)। ছোট গীতি কবিতার মধ্যে রয়েছে “শি ওয়াকস ইন বিউটি” (She Walks in Beauty)।

তিনি একজন বিখ্যাত ও প্রভাবশালী ব্রিটিশ কবি হিসাবে বিবেচিত এবং তার লেখা ব্যাপকভাবে পড়া হয়। সে গ্রীকদের স্বাধীনতা যুদ্ধে উসমানীয় সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধে যান, যার জন্য গ্রীকরা তাকে জাতীয় বীর হিসাবে শ্রদ্ধা ভরে স্মরণ করেন।

তিনি ৩৬ বছর বয়সে গ্রীসের মেসলঙ্গি থাকা অবস্থায় জ্বরে আক্রান্ত হয়ে মারা যান।

বায়রন অপরিমিত অভিজাত জীবন-যাপন করতেন যার মধ্যে রয়েছে তার প্রচুর ঋণ, বহুসংখ্যক প্রণয় ঘটিত সম্পর্ক, তার সৎ বোনের সাথে অজাচারী যৌন সম্পর্কের গুজব এবং নিজ থেকে নির্বাসিত হওয়া। অনুমান করা হয় যে বায়রন বাইপোলার আই ডিসঅর্ডার এবং ম্যানিক ডিপ্রেশনে ভুগতেন।

তিনি গ্রিস, তুরস্ক প্রভৃতি দেশ পরিভ্রমণ করেন। আলবানিয়া হয়ে গ্রীসে যাবার পথে বায়রন লিখতে শুরু করেন তার অমর সৃষ্টি Child Harold’s Pilgrimage. আলবানিয়ার বন্য সৌন্দর্য আর আধা সভ্য অধিবাসীদের দেখে খুবই আনন্দ পেয়েছিলেন বায়রন। তাঁর ভ্রমণ অভিযানের কাহিনীই বর্ণিত হয়েছিল এই বইটিতে। গ্রীসের এথেন্সে তিন মাস বাস করেন বায়রন। ছেলেবেলা থেকেই ইতিহাসের প্রতি আকৃষ্ট হয়েছিলেন তিনি। তাই গ্রীসের সুপ্রাচীন সংস্কৃতি ও প্রাচীন কীর্তিগুলির ধ্বংসাবশেষ তাকে মোহিত করেছিল।

নিঃসঙ্গ, সদা-বিষন্ন রহস্যময় রোম্যান্টিক তরুণ কবি অতি দ্রুত একাধিক প্রেমের ঘটনায় জড়িয়ে পড়লেন। সম্ভ্রান্ত ঘরের মেয়ে এবং গৃহিণীরাই ছিলেন তাঁর প্রেমপাত্রী। এই সময়েই পরপর প্রকাশিত হলো তাঁর কাব্যগ্রন্থ The Giaur (১৮১৩ খ্রিঃ); The Bride of Abydas (১৮১৩ খ্রিঃ), The Carsair (১৮১৪খ্রিঃ), Lara (১৮১৪ খ্রিঃ)।

বায়রনের অমর সৃষ্টি Don Juan রচিত হয়েছিল ১৮১৯-১৮২৪ খ্রিস্টাব্দে যখন গ্রিস ও তুরস্কের মধ্যে যুদ্ধ তীব্র আকার ধারণ করেছিল। বায়রন গ্রিসের স্বাধীনতা যুদ্ধে জীবন উৎসর্গ করার সঙ্কল্প গ্রহণ করলেন এবং গ্রীসের সমর্থনে অস্ত্র ধারণ করলেন। যুদ্ধকালেই জ্বরে আক্রান্ত হয়ে মাত্র ৩৬ বৎসর বয়সে ১৮২৪ খ্রিস্টাব্দের ১৯ এপ্রিল বায়রন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

Quotes

  1. ‘Man’s love is of man’s life a thing apart, Tis woman’s whole existence. – Don Juan (40তম বিসিএস প্রিলিমিনারি)

Add a Comment