যে সকল Noun এর Singular ও Plural এ ভিন্ন অর্থ হয়
|কতকগুলো Noun আছে যাদের একবচনে এক রকম অর্থ বহুবচনে তার ভিন্ন অর্থ।
Singular | অর্থ | Plural | অর্থ |
---|---|---|---|
advice | উপদেশ | advices | ব্যবসায়ের সংবাদ |
air | বাতাস | airs | গর্বিতভাব |
corn | শস্য | corns | পায়ের কড়া |
good | ভাল | goods | মালপত্র |
iron | লোহা | irons | লোহার শিকল |
return | প্রত্যাবর্তন | returns | বিবরণী |
sand | বালি | sands | বালিময় স্থান |