Number পরিবর্তনের আরও কয়েকটি নিয়ম

যে-সব Singular Number এর শেষে “U” আছে; সে-সব Singular Number কে Plural Number করতে “U” এর পর “X” যুক্ত করতে হবে।

Singularঅর্থPlural
Adieuবিদায়Adieux
Bureauদপ্তরBureaux
Gateauশৌখিন পীঠা বিশেষ Gateaux

যে-সব Singular Noun এর শেষে “ON” আছে; সে-সব Singular Noun কে Plural Noun করতে “ON” এর পরিবর্তে “A” যুক্ত করতে হবে।

Singularঅর্থ Plural
Criterionমাপদণ্ড Criteria
Phenomenonঘটনা Phenomena

যে-সব Singular Number এর শেষে “IX” ও “EX” আছে; সে-সব Singular Number কে Plural Number করতে “IX” ও “EX” এর পরিবর্তে “ICES” যুক্ত করতে হবে।

Singularঅর্থPlural
Apexচূড়াApices
Appendixপরিশিষ্টAppendices
Indexসূচি, ঘাতIndices
Radixসংখ্যা পদ্ধতির ভিত্তিRadices
Vertexশীর্ষ বিন্দুvertices

Add a Comment