কম্পিউটার বাস
|কম্পিউটারে বিদ্যমান প্রসেসরের সাথে মাদারবোর্ডে যুক্ত অন্যান্য চিপ বা ফেরিফেরালের সাথে যে বিদ্যুৎবাহী সংযোগ থাকে তাকে কম্পিউটার বাস(Computer Bus)
কম্পিউটার বাস প্রধানত দুপ্রকার
১. সিস্টেম বাস/ইন্টারনাল বাস/প্রধান বাসঃ যে সকল বাস সরাসরি মাইক্রোপ্রসেসরের সাথে যুক্ত থাকে তাকে সিস্টেম বাস/ইন্টারনাল বাস/প্রধান বাস বলে। যেমন- ডেটা বাস, অ্যাড্রেস বাস, কন্ট্রোল বাস ইত্যাদি।
২. এক্সপানশন বাসঃ যে সমস্ত বাসের সাহায্যে সিপিউ কম্পিউটারের ইনপুট, আওউটপুট ও অন্যান্য পেরিফেরাল ডিভাইসের সাথে যুক্ত থাকে তাদেরকে এক্সপানশন বাস বলে। যেমন- লোকাল বাস, ভিসা বাস, পিসিআই বাস, আজিপি বাস ইত্যাতি।
একটি বাস দিয়ে একক সময়ে কত বিট ডেটা ট্রান্সফার হয় তার ভিত্তিতে বাস কে বিভিন্নভাগে ভাগ করা যায়। যেমন- ৮বিট বাস, ১৬বিট ডেটাবাস- DOS অপারেটিং সিস্টেমে ১৬ বিট ডেটাবাস ব্যবহার হয়। Windows 98 এ ৩২ বিট ডাটাবাস ব্যবহৃত হয়। Intel ITANIUM অপারেটিং সিস্টেমে ৬৪ বিট ডাটাবাস ব্যবহার হয়।