বিচার বিভাগের নিরঙ্কুশ স্বাধীনতা আদৌ সম্ভব?

বিচার বিভাগের নিরঙ্কুশ স্বাধীনতা আদৌ সম্ভব? বা একটি আপনার কাছে কাম্য ?

= না, নিরঙ্কুশ স্বাধীনতা আদৌ সম্ভব নয়। কেননা, সাধারণভাবেই স্বৈরতন্ত্র বা গণতন্ত্র সব সরকার ব্যবস্থাতেই বিচার বিভাগের নিয়োগ, বদলি, পদোন্নতি ও বিভিন্ন প্রশাসনিক বিষয়ে শাসন বিভাগ বা নির্বাহী বিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থেকে । অধিকন্তু, বিচার বিভাগের নিরঙ্কুশ স্বাধীনতা একে স্বৈরাচারী হিসেবে গড়ে তুলতে পারে এবং দেশে সরকার ও বিচারকদের মধ্যে সম্পর্কে অবনিত ঘটিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হতে পারে; বিধায় বিচার বিভাগের নিরঙ্কুশ স্বাধীনতা কাম্য হতে পারে না । এক্ষেত্রে সরকার বিভাগগুলোর মধ্যে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মতো চেক এ্যান্ড ব্যালান্স সম্পর্ক বজায় থাকাই শ্রেয় ।

Add a Comment