আচ্ছা আপনি কি ২৪ ঘন্টাই দায়িত্ব পালন করতে পারবেন?

আচ্চা আপনি কি ২৪ ঘন্টাই দায়িত্ব পালন করতে পারবেন? যদি আপনার বস আপনাকে রাত ৪টার সময় ফোন দিয়ে ডিউটির কথা বলে। আপনি কি করবেন? আপনি কি সেই আদেশ মানতে বাধ্য?

– জ্বি স্যার। আমি পুলিশ অফিসার হিসেবে রাষ্ট্রের যেকোনো প্রয়োজনে যে কোন সময় যে কোন দায়িত্ব পালিন করতে প্রস্তুত আছি। আর এই ব্যাপারে আমার উর্ধতন স্যারের আদেশ শুধু মানবোই না বরং এটি আমার জন্য শিরোধার্য।

কেন মানবো?

কারণ, পুলিশ আইন,১৮৬১ এর ২২ ধারানুযায়ী একজন পুলিশ অফিসার সকল সময়ে তার দায়িত্ব পালনে বাধ্য থাকবেন। আমাদের সংবিধানের ২১ (২) অনুচ্ছেদেও সেই কথার প্রমাণ পাওয়া যায়। সেখানে বলা হয়েছে যে, সকল সময়ে জনগণের সেবা করার চেষ্টা করা প্রজাতন্ত্রের প্রত্যেক কর্মচারীর দায়িত্ব।

Add a Comment