TCB

TCB = Trading Corporation Of Bangladesh.

Mission
বাজার মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে নির্ধারিত কতিপয় নিত্য প্রয়োজনীয় পণ্যের আপদকালীন মজুদ (বাফার স্টক) গড়ে তোলা। (Maintain buffer stock of some selected essential commodities to stabilize the market price.

Objectives:
১. সরবরাহ ও চাহিদার মধ্যে সামঞ্জস্য বিধানের জন্য উদ্দেশ্য আপদকালিন মজুদ গড়ে তোলা ।
২. প্রয়োজন অনুসারে ভোক্তাদের মাঝে সাশ্রয়ী মুল্যে কতিপয় নিত্য প্রয়োজনীয় দ্রব্য সরবরাহ করা।
1. To build up buffer stock to maintain consistency between supply and demand.
2. To supply essential commodities at affordable price to the consumers.

দেশের নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে বিশেষ কোনো ভূমিকা রাখতে পারছে না সরকারি বাণিজ্য সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ(টিসিবি) দেশের ভোজ্যতেল, চিনি, মসুর ডাল, ও ছোলা বাজারে মোট চাহিদার তুলনায় টিসিবির পণ্য বিক্রির পরিমাণ খুবই নগণ্য। যেমন মোট আমদানির তা ০.১% থেকে সর্বোচ্চ ২.৫%। যার কারনে বাজারে দামের ক্ষেত্রে তা কোন প্রভাব ফেলতে পারছে না।
যেমন রোজা এলেই ছোলা, চিনি বাজার অস্থির হয়ে যায়।

সমস্যা হচ্ছে টিসিবি কে সরকারি ক্রয় বিধি মেনে ক্রয় করতে হয়ে। তাই উচ্চ সুদে ব্যাংক ঋণের পরিবর্তে টিসিবি ২০০ কোটি টাকার জন্য সরকারের কাছে বার বার আবেদন করেও বিফল মনরথ।

Add a Comment