মেহেরপুর


মেহেরপুর জেলা

বিষয়তথ্য
অবস্থানঃ ইছামতি নদীর তীরে
দর্শনীয় স্থানঃ
  • মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ ও কমপ্লেক্স
  • মেহেরপুর শহীদ স্মৃতিসৌধ
  • আমঝুপি নীলকুঠি , ভাটপাড়া নীলকুঠি
  • মুজিবনগর স্মৃতিসৌধ ও ঐতিহাসিক আম্রকানন
নদ-নদীঃ ভৈরব, ইছামতি, মাথাভাঙ্গা ও কাজলা নদী উল্লেখযোগ্য।
অন্যান্য তথ্যঃ
  • প্রবাসী বাংলাদেশ সরকার কর্তৃক ১৯৭১ সালের ১৭ এপ্রিল বাংলাদেশের আনুষ্ঠানিক স্বাধীনতা ঘোষণা। মুক্তিযুদ্ধ চলাকালে এ ঘোষণা প্রবাসী মুজিবনগর সরকার পরিচালনার অন্তবর্তীকালীন সংবিধান হিসাবে কার্যকর হয়। এমনকি ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর স্বাধীন বাংলাদেশের নতুন সংবিধান প্রণীত হওয়ার পূর্ব পর্যন্ত এ ঘোষণা দেশের সংবিধান হিসাবে কার্যকর থাকে। ১৭ এপ্রিল মেহেরপুর জেলার সীমান্তবর্তী বৈদ্যনাথতলায় (বর্তমান মুজিবনগর) এক অনাড়ম্বর অনুষ্ঠানে গণপরিষদ সদস্য এম ইউসুফ আলী আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন।
  • মেহেরপুর দেশের ক্ষুদ্রতমজেলা

<- বাগেরহাট
খুলনা ->