CIRDAP
|সিআইআরডিএপি (Centre on Integrated Rural Development for Asia and the Pacific-CIRDAP) এশিয়া ও প্রশান্ত মহাসাগরীর সংযুক্ত পল্লী উন্নয়ন কেন্দ্র) এটি বাংলাদেশ কেন্দ্রীক আন্ত-রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, এবং এর লক্ষ্য হল পল্লী উন্নয়ন ও দারিদ্র বিমোচন। ৬ জুলাই ১৯৭৯ সালে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলো ও জাতিসংঘ-এর ফুড এ্যান্ড এগ্রিকালচার অরগানাইজেসন এফএও(FAO)-এর সদস্যদের ৬টি দেশের সমন্বয়ে প্রাথমিকভাবে এটি গঠিত হয়। এখন এর সদস্য সংখ্যা ১৫। সদস্য দেশগুলো হলো- Afghanistan, Bangladesh (Host State), Fiji, India, Indonesia, Iran, Lao PDR, Malaysia, Myanmar, Nepal, Pakistan, Philippines, Sri Lanka, Thailand and Vietnam.
এর সদরদপ্তর ঢাকায় অবস্থিত। (২০তম বিসিএস প্রিলিমিনারি) বাংলাদেশ সুপ্রিম কোর্টের সামনে চামেলী হাউস। ফিজির তেভিতা বসিওয়েকা এই প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট-ডিরেক্টর।