জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ

বাংলাদেশ জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে প্রথম অংশগ্রহণ করে ১৯৮৮ সালে ইরাক-ইরান যুদ্দের শেষ দিকে। মিশনের নাম ছিল – UNIIMOG Peace Keeping Force. এ পর্যন্ত বাংলাদেশ ৫৪টি মিশনে অংশ নিয়েছে যার ৩৯টি শেষ হয়েছে এবং ১০টি চলমান আছে। মিশনগুলোতে বাংলাদেশী সদস্য প্রায় ২১% বা তার উপরে।

মার্কিন প্রেসিডেন্ট বিলক্লিনটন, মহাসচিব কফি আনানসহ অন্যান্য দেশের রাষ্ট্রীয় প্রতিনিধিরা বাংলাদেশ সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা করেছেন। এছাড়া বাংদেশের সেনা অফিরাসরা ও ব্যক্তিগতভাবে ও প্রসংশা পত্র পেয়েছেন।

পূর্বতিমুর মিশনে বাংলাদেশী কিছু সদস্য বিদ্রোহীদের হাতে বন্দী হন। বাংলাদেশী অফিসাররা প্রাণের ঝুঁকি নিয়ে বিদ্রোহীদের সাথে পতাকা বৈঠক করে তাদের ছাড়িয়ে আনেন। এটি তাঁদের এক বিরাট কূটনৈতিক সফলতা।

লাইবেরিয়ায় বাংলাদেশী শান্তিরক্ষীদের উদ্যোগে Bangladesh Liberia Friendship Center প্রতিষ্ঠিত হয়েছে। এখানে চিকিৎসা সেবা সহ বিভিন্ন কাজের প্রশিক্ষণ দেওয়া হয়।

কঙ্গ মিশনে কঙ্গোর ইটুরিতে বাংলাদেশের নয়জন সেনা সদস্য প্রাণ হারান।

সিয়ারালিয়নের মানুষ বাংলাদেশী শান্তিরক্ষীদের উপর এতটাই খুশি যে তারা বাংলাভাষাকে তাদের দ্বিতীয় ভাষার মর্যাদা দিয়েছে।

Add a Comment