ভোলা জেলা
|নামঃ এটি দেশের একমাত্র বৃহত্তম দ্বীপ জেলা– তাই একে সাগর দ্বীপ ও বলা হয়। এ জেলার পূর্ব নাম দক্ষিণ শাহবাজপুর।
অবস্থানঃ তেঁতুলিয়া ও বালেশ্বর নদীর তীরে।
দর্শনীয় স্থানঃ
- মনপুরা দ্বীপ
- শাহবাজপুর গ্যাস ক্ষেত্র
- চর কুকরী মুকরী
- শিশু পার্ক
- বাংলাদেশ ওয়াচ টাওয়ার, চরফ্যাশন উপজেলা
- তারুয়া সমূদ্র সৈকত
- উপকূলীয় সবুজ বেষ্টনী
নদ-নদীঃ মেঘনা, শাহবাজপুর চ্যানেল, তেঁতুলিয়া ও গণেশপুরা নদী এবং দারোগার খাল উল্লেখযোগ্য।
অন্যান্য তথ্যঃ
- প্রথম শহীদ বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্মৃতি জাদুঘর (আলীনগর ইউনিয়ন, ভোলা সদর)
- দেশের ক্ষুদ্রতম ইউনিয়ন হাজীপুর