বিখ্যাত খাল সমূহ

প্রশ্ন: গ্রান্ড (দৈর্ঘ্য ১১২৭ কি.মি. প্রস্থ …. মি. ) খাল কোথায় অবস্থিত ও কবে উদ্বোধন করা হয় ?
চীন , ৭ম শতকে ।
প্রশ্ন: গোটা (দৈর্ঘ্য ১৮৫ কি.মি. প্রস্থ ১৪ মি.) খাল কোথায় অবস্থিত ও কবে উদ্বোধন করা হয় ?
সুইডেন , ১৮৩২ সালে ।
প্রশ্ন: সুয়েজ (দৈর্ঘ্য ১৬৮ কি.মি. প্রস্থ ৬০ মি. ) খাল কোথায় অবস্থিত ও কবে উদ্বোধন করা হয় ?
মিশর , ১৮৯৬ সালে ।
প্রশ্ন: পানাম (দৈর্ঘ্য ৮১ কি.মি. প্রস্থ ৯১ মি.) খাল কোথায় অবস্থিত ও কবে উদ্বোধন করা হয় ?
আমেরিকা , ১৯১৪ সালে ।
প্রশ্ন: এলক ট্রেড ( দৈর্ঘ্য ৬৬ কি.মি. প্রস্থ ২২ মি.) খাল কোথায় অবস্থিত ও কবে উদ্বোধন করা হয় ?
জার্মানী , ১৯০০ সালে ।
প্রশ্ন: ম্যানচেস্টার ( দৈর্ঘ্য ৫৭ কি.মি. প্রস্থ ৩৭ মি.) খাল কোথায় অবস্থিত ও কবে উদ্বোধন করা হয় ?
ইংল্যান্ড , ১৮৯৪ সালে ।
প্রশ্ন: উইল্যান্ড হাল ( দৈর্ঘ্য ৪৩ কি.মি. প্রস্থ ৬১ মি.) খাল কোথায় অবস্থিত ও কবে উদ্বোধন করা হয় ?
কানাডা , ১৮৮৭ সালে ।
প্রশ্ন: জুলিয়ানা ( দৈর্ঘ্য ৩২ কি.মি. প্রস্থ ১৬ মি.) খাল কোথায় অবস্থিত ও কবে উদ্বোধন করা হয় ?
হল্যান্ড , ১১৩৫ সালে ।
প্রশ্ন: আমস্টারডাম (দৈর্ঘ্য ২৬.৫৫ কি.মি. প্রস্থ ২৭ মি.) খাল কোথায় অবস্থিত ও কবে উদ্বোধন করা হয় ?
হল্যান্ড , ১৮৭৬ সালে ।
প্রশ্ন: কিয়েল (দৈর্ঘ্য ২৫.৭৫ কি.মি. প্রস্থ ৪৬ মি.) খাল কোথায় অবস্থিত ও কবে উদ্বোধন করা হয় ?
জার্মানী , ১৮৯৫ সালে ।
প্রশ্ন: বিশ্বের দীর্ঘতম খাল কোনটি ?
গ্রান্ড খাল।
প্রশ্ন: বিশ্বের কৃত্রিম দীর্ঘতম খাল কোনটি ?
সুয়েজ খাল।
প্রশ্ন: বিশ্বের গভীরতম খাল কোনটি ?
পানামা খাল।
প্রশ্ন: পানামা খাল কোন দুটি মহা সাগরকে সংযুক্ত করেছে ?
প্রশান্ত মহাসাগরকে।
প্রশ্ন: সুয়েজ খাল সংযুক্ত করেছে ?
লোহিত সাগর ও ভূমধ্য সাগর।
প্রশ্ন: পৃথিবীর বৃহত্তম কৃত্রিম জলপথ কোনটি ?
সুয়েজ খাল।
প্রশ্ন: বনভূমি কেটে কোন খাল তৈরী করা হয়েছে ?
পানামা খাল।
প্রশ্ন: পানামা খাল কবে খনন করা হয় ?
১৯১৩ সালে।
প্রশ্ন: সুয়েজ খাল খনন কাজ সম্পন্ন হয় কবে ?
১৮৬৯ সালে।
প্রশ্ন: সুয়েজ খালকে জাতীয়করণ করা হয় কবে ?
১৯৫৬ সালে।
Collected.

Add a Comment