BCSIR

বিসিএসআইআর বা বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ[Bangladesh Council of Scientific and Industrial Research (BCSIR)], বাংলাদেশ সরকারের অর্থায়নে পরিচালিত গবেষণা প্রতিষ্ঠান। ১৯৭৩ সালে এটি প্রতিষ্ঠিত হয়। এটি বাংলাদেশের রাজধানী ঢাকার এলিফ্যান্ট রোডে অবস্থিত । এটি সাইন্স ল্যাবরেটরি নামেও পরিচিত । বর্তমানে এই পরিষদের ৬টি অ‌ঙ্গ প্রতিষ্ঠান রয়েছে।
ঢাকা গবেষণাগার
চট্টগ্রাম গবেষণাগার
রাজশাহী গবেষণাগার
জ্বালানী ও গবেষণা ইনস্টিটিউট
খাদ্য ও প্রযুক্তি ইনস্টিটিউট
পাইলট প্লান্ট ও পদ্ধতি উন্নয়ন কেন্দ্র
চামড়া গবেষণা ইনস্টিটিউট
কাচ ও সিরামিক গবেষণা ও পরীক্ষণ ইনস্টিটিউট
আইএমএমএম

ভিশন:
বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণায় সেন্টার অফ এক্সেলেন্স অর্জন করা
মিশন :
আন্তর্জাতিকমানের গবেষণাগার স্থাপন, দক্ষ জনবল সৃষ্টি, প্রযুক্তি উদ্ভাবন ও হস্তান্তরের মাধ্যমে দেশের শিল্পায়ন ও উন্নয়নে সহায়তা প্রদান।

Add a Comment