বাংলাদেশে ইন্টারনেট ব্যবহার

বর্তমান অবস্থায় বাংলাদেশের একজন ইন্টারনেট ব্যবহারকারীকে সব মিলিয়ে ২২.৭৫শতাংশ ভ্যাট, সম্পুরক শুল্ক ও সারচার্জ দিতে হয়। এ জন্য গ্রাহকেরা ইন্টারনেট ব্যবহারে নিরুৎসাহিত হচ্ছে, যা ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।

অ্যামটবের মহাসচিত টি আই এম নুরুল করবির বলেন, ইন্টারনেট করারোপের ফলে ১,১০০ কোটি টাকা কর আদায় হয়, কিন্তু এটিতে ছাড় দিলে ৫হাজার কোটি টাকা তৈরি করা সম্ভব।

২০১৮-২০১৯ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট অনুযায়ী আমদানি করা মোবাইলে ৩১শতাংশ এবং দেশে সংযোজিত মোবাইলে ৩৪শতাংশ কর দিতে হবে। সেটি হলে মোবাইল সংযোজন শিল্প টিকবে না।

Add a Comment