বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র

রূপপুর পরমাণু শক্তি চালিত বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ক্ষমতা ২.৪ গিগা ওয়াট। এখানে দুটি WER-1200/523 মডেলের Reactor ব্যবহার করা হবে। প্রতিটি Reactor ১২০০মেগা ওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে। প্রথম Reactor WER-1200/523 এর কাজ ৩০নভেম্বর ২০১৭ তে উদ্বোধন করা হয়। দ্বিতীয়টি করা হয় ১৪ জুলাই ২০১৮। ধারণা করা হচ্ছে প্রথমটি ২০২৩ সালে ও দ্বিতীয়টি ২০২৪ সালের মধ্যে উৎপাদনে যেতে পারবে। এতে খরছ ধরা হয়েছে প্রায় 12.65BUSD. বিশ্বে জ্ঞান বিজ্ঞানে উন্নত ৩৩টি দেশের মধ্যে বাংলাদেশ একটি যাদের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আছে।

Add a Comment