প্রাইমারি শিক্ষকদের বেতন কত?

প্রাইমারি শিক্ষক হন দুধরনের, এক যাঁরা Primary Teacher’s Training Institute তথা পিটিআই থেকে দের বছরের প্রশিক্ষণ নেন ও যাঁরা নেন না। প্রশিক্ষণপ্রাপ্ত প্রধান শিক্ষকগণ বেতন পান ১১ গ্রেডের- ১২৫০০টাকা। প্রশিক্ষণ বিহীন প্রধানশিক্ষগণ বেতন পান ১২ গ্রেডের ১১৩০০টাকা। অপর দিকে পূর্বে প্রশিক্ষণ প্রাপ্ত সহকারি শিক্ষকগণ বেতন পেতেন ১৪ গ্রেডের, আর প্রশিক্ষণবিহীন সহকারি শিক্ষকগণ বেতন পেতেন ১৫ গ্রেডের। প্রাইমারি শিক্ষকদের দাবির মুখে সরকার ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে, তাদের বেতন আরেক গ্রেড বৃদ্ধি করে। এ বৃদ্ধি শুধু সহকারী শিক্ষকদের জন্য, প্রশিক্ষণপ্রাপ্ত ও প্রশিক্ষণবিহীন উভয় শ্রেণির শিক্ষকই এখন থেকে বেতন পাবেন ১৩ গ্রেডের ১১০০০টাকা। আর প্রধান শিক্ষকরা আগের মতই ১১ ও ১২ গ্রেডে বেতন পাবেন।

সারাদেশে প্রাইমারি স্কুল আছে ৬৫ হাজার ৬২৫ টি, শিক্ষকের সংখ্যা ৩,৪৯,২১৭জন।

Add a Comment