নারায়ণগঞ্জ জেলা
|অবস্থানঃ নারায়ণগঞ্জ দেশের বৃহত্তম নদীবন্দর ও গুরুত্বপূর্ণ ব্যবসা-বাণিজ্য কেন্দ্র হিসেবে পরিচিত। শীতলক্ষ্যা নদীর পাড়ে অবস্থিত
উল্লেখযোগ্য ব্যাক্তিত্বঃ
- ডাঃ সেলিনা হায়াৎ আইভী – দেশের প্রথম সিটি কর্পোরেশন মেয়র, নারায়ণগঞ্জ
দর্শনীয় স্থানঃ
- পানাম নগরী এটি ‘‘হারানো নগরী’’ নামেও পরিচিত। এটি মুলতঃ ছিল বঙ্গ অঞ্চলের তাঁত ব্যবসায়ীদের মূল কেন্দ্র বিন্দু ও আবাসস্থল। এ স্থান হতে ব্যবসায়ীগণ দেশের বিভিন্ন স্থানে তাঁত ব্যবসা পরিচালনা করতেন।
- ভারতের প্রখ্যাত বাম রাজনীতিক ও পশ্চিমবঙ্গের সাবেক মূখ্যমন্ত্রী জ্যোতি বসুর বাড়ি
- গিয়াস উদ্দিন আযম শাহ্ এর মাজার।
- ইস্ট ইন্ডিয়া কোম্পানীর নীলচাষের নির্মম ইতিহাসের নীরব সাক্ষী হয়ে রয়েছে পানামের নীলকুঠি।
উল্লেখযোগ্য প্রতিষ্ঠানঃ
- বাংলাদেশ লোক ও কারু শিল্প যাদুঘর, সোনারগাঁ।-, নারায়ণগঞ্জ
- শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আশ্রম
নদ-নদীঃ শীতলক্ষ্যা, মেঘনা, পুরাতন ব্রহ্মপুত্র, বুড়িগঙ্গা, বালু ও ধলেশ্বরী নদী।
অন্যান্য তথ্যঃ
- ঈশা খাঁর রাজধানী ছিল সোনারগাঁও। এটি বর্তমানে নারায়ণগঞ্জ জেলার একটি উপজেলা।
- একবার পারস্যের খ্যাতিমান কবি হাফিজ-কে আমন্ত্রণ জানিয়েছিলেন তৎকালীন বাংলার সুলতান গিয়াসউদ্দিন আযম শাহ। বৃদ্ধ কবি হাফিজ সে আমন্ত্রণে সাড়া দিয়ে আসতে না পেরে একটা গজল রচনা করে উপহার পাঠান সুলতানকে। এই গজলের সূত্র ধরেই ফার্সি এক পর্যটক এসেছিলেন সোনারগাঁ-তে, আর মুগ্ধ হয়েছিলেন পানাম নগরীর সৌন্দর্য্য দেখে।