সড়ক দুর্ঘটনা

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, চলতি বছরের ৩০ জুন পর্যন্ত দেশে নিবন্ধিত মোট যানবাহনের সংখ্যা ৩৪ লাখ ৯৮ হাজার ৬২০টি। আর ড্রাইভিং লাইসেন্সপ্রাপ্ত চালক আছেন ১৮ লাখ ৬৯ হাজার ৮১৬ জন। পর্যাপ্তসংখ্যক ড্রাইভিং স্কুল ও ইনস্ট্রাক্টর না থাকায় প্রয়োজনীয় দক্ষ গাড়িচালক তৈরি হচ্ছে না। যাত্রীকল্যাণ সমিতির প্রতিবেদনের সমালোচনাও করেন তিনি।

‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনের ভাষায়- ‘দেশে ১১লাখ চালকের ঘাটতি আছে। তারপরও গাড়ি চলছে। এসব গাড়ি চালাচ্ছেন অদক্ষ চালকেরা। এসব দেখার দায়িত্ব কার? কোন কিছু ঘটার আগে বিআরটিএ কিছুই করে না। ঘটনার পরই তাদের তোড়জোড় বেড়ে যায়।’

করণীয়
সড়ক দুর্ঘটনা রোধে পদক্ষেপ
আইন প্রয়োগের উপর জোর দিতে হবে।
বিদ্যমান ট্রাফিক আইনে পরিবর্তন আনতে হবে।
প্রশিক্ষিত ও দক্ষ চালকদের গাড়ি চালানোর অনুমতি দান।
চালকদের ট্রাফিক আইন মেনে চলতে বাধ্য করা।
রাস্তা মেরামত।

পেপার ক্লিপিং
সড়ক দুর্ঘটনায় প্রধান মন্ত্রীর নির্দেশনা

Add a Comment