সংযুক্ত তহবিলের উপর দায়
|বাংলাদেশ সংবিধানের ৮৮ অনুচ্ছেদে কোন কোন ব্যয়গুলোকে সংযুক্ত তহবিলের উপর দায় বা ধার্য ব্যয় বলা হবে, তা উল্লেখ করা আছে। উল্লেখ যে সংযুক্ত তহবিলের উপর যে সকল ব্যয় দায় হিসাবে যুক্ত সেগুলো অনুমোদনের জন্য সংসদের ভোটাভুটির প্রয়োজন হয় না।
সংযুক্ত তহবিলের উপর দায়গুলো নিম্নরূপ
- রাষ্ট্রপতিকে দেয় পারিশ্রমিক ও তাঁর দপ্তর-সংশ্লিষ্ট অন্যান্য ব্যয়।
- স্পিকার ও ডেপুটি স্পিকারকে দেয় পারিশ্রমিক।
- সুপ্রীম কোর্টের বিচারকগণকে দেয় পারিশ্রমিক।
- মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রককে দেয় পারিশ্রমিক।
- নির্বাচন কমিশনারগণকে দেয় পারিশ্রমিক।
- সরকারী কর্ম কমিশনের সদস্যদিগকে দেয় পারিশ্রমিক।
- উপরোক্ত সকল প্রতিষ্ঠানের প্রশাসনিক ব্যয়।
- কোন আদালত বা ট্রাইব্যুনাল কর্তৃক প্রজাতন্ত্রের বিরুদ্ধে প্রদত্ত কোন রায়, ডিক্রী বা রোয়েদাদ কার্যকর করিবার জন্য প্রয়োজনীয় যে কোন পরিমাণ অর্থ।
- এই সংবিধান বা সংসদের আইন দ্বারা অনুরূপ দায়যুক্ত বলিয়া ঘোষিত অন্য যে কোন ব্যয়।