- ১ খসড়া সংবিধান কিমিটিতে একজন মহিলা সদস্য ছিলেন – রাজিয়া বানু, খসড়া সংবিধান কিমিটিতে সুরঞ্জিত সেনগুপ্ত একমাত্র বিরোধীদলীয়(ন্যাপ) সদস্য ছিলেন। বাংলাদেশ সংবিধানের প্রস্তাবনা একটি।
- ২ বাংলাদেশ সংবিধানের ভাষা দুটি- বাংলা ও ইংরেজি
- ৪ রাষ্ট্রপরিচালনার মূলনীতি চারটি
- ৭- সংবিধানের সাতটি তফসিল
- ১১- বাংলাদেশ সংবিধানে ১১ টি ভাগ বা অধ্যায় আছে।
- ১৬ বাংলাদেশ সংবিধানে এ পর্যন্ত ষোলটি সংশোধনী আনা হয়েছে।
- ৩৩ খসড়া সংবিধান কিমিটিতে ৩৩ জন সদস্য ছিলেন আওয়ামীলীগের
- ৩৪ খসড়া সংবিধান কিমিটিতে সদস্য চিলেন ৩৪ জন
- ৯৩ হস্তলিখিত মূল সংবিধানের পাতা ছিল ৯৩ টি
- ১৫৩ বাংলাদেশ সংবিধানে ১৫৩ টি অনুচ্ছেদ আছে।
- ৩০৯ হস্তলিখিত মূলসংবিধানে গণপরিষদের ৩০৯ জন সদস্য স্বাক্ষর করেন।
- ৪০৩ – ১৯৭০ সালের নির্বাচনে জাতীয় ও প্রাদেশিক পরিষদের নির্বাচিত ৪৬৯ জন সদস্যের মধ্যে থেকে ৪০৩ জন সদস্য নিয়ে গণপরিষদ গঠিত হয়েছিল।