শিল্পাচার্য জয়নুল আবেদিন
|
তাঁর বিখ্যাত চিত্রকর্মের মধ্যে রয়েছে দুর্ভিক্ষ-চিত্রমালা, সংগ্রাম, সাঁওতাল রমণী, ঝড়, কাক, বিদ্রোহী, ম্যাডোনা-৪৩(১৩৫০ সালের দুর্ভিক্ষের উপর আঁকা ছবি), ১৯৭০ সালে যখন বাংলাদেশে ঘটে যায় ভয়াবহ ঘুর্নিঝড় ও জলোচ্ছাস, তখনো জয়নুল সেই ধ্বংসলীলার ছবি একছিলেন মনপুরা-৭০ ইত্যাদি। ১৯৭০ খ্রিস্টাব্দে গ্রামবাংলার উৎসব নিয়ে আঁকেন তাঁর বিখ্যাত ৬৫ ফুট দীর্ঘ ছবি নবান্ন।
জয়নুল আবেদিনের আগ্রহে ও পরিকল্পনায় সরকার ১৯৭৫-এ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে লোকশিল্প জাদুঘর ও ময়মনসিংহে জয়নুল সংগ্রহশালা প্রতিষ্ঠা করে।
তাঁর আঁকা কিছু বিখ্যাত ছবি-



