শিল্পাচার্য জয়নুল আবেদিন

Jainul Abedin
Jainul Abedin
জয়নুল আবেদিন ১৯১৪ খ্রিস্টাব্দের ২৯ ডিসেম্বর তৎকালীন ময়মনসিংহ জেলার কিশোরগঞ্জ মহুকুমার কেন্দুয়ায় জন্মগ্রহণ করেন। জয়নুল আবেদিন বিংশ শতাব্দীর একজন বিখ্যাত বাঙালি চিত্রশিল্পী। পূর্ববঙ্গে তথা বাংলাদেশে চিত্রশিল্প বিষয়ক শিক্ষার প্রসারে আমৃত্যু প্রচেষ্টার জন্য তিনি শিল্পাচার্য অভিধা লাভ করেন।
তাঁর বিখ্যাত চিত্রকর্মের মধ্যে রয়েছে দুর্ভিক্ষ-চিত্রমালা, সংগ্রাম, সাঁওতাল রমণী, ঝড়, কাক, বিদ্রোহী, ম্যাডোনা-৪৩(১৩৫০ সালের দুর্ভিক্ষের উপর আঁকা ছবি), ১৯৭০ সালে যখন বাংলাদেশে ঘটে যায় ভয়াবহ ঘুর্নিঝড় ও জলোচ্ছাস, তখনো জয়নুল সেই ধ্বংসলীলার ছবি একছিলেন মনপুরা-৭০ ইত্যাদি। ১৯৭০ খ্রিস্টাব্দে গ্রামবাংলার উৎসব নিয়ে আঁকেন তাঁর বিখ্যাত ৬৫ ফুট দীর্ঘ ছবি নবান্ন

জয়নুল আবেদিনের আগ্রহে ও পরিকল্পনায় সরকার ১৯৭৫-এ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে লোকশিল্প জাদুঘর ও ময়মনসিংহে জয়নুল সংগ্রহশালা প্রতিষ্ঠা করে।

তাঁর আঁকা কিছু বিখ্যাত ছবি-

Famine 1943
Famine 1943

Rebel Cow
Rebel Cow
Sangram (Struggle)
Sangram (Struggle)
Santal Couple - 1951
Santal Couple – 1951
Monpura-70
Monpura-70

Add a Comment