রাষ্ট্রপতির দায়মুক্তি
|টিকা লিখুনঃ রাষ্ট্রপতির দায়মুক্তি (৩২তম বিসিএস লিখিত)
বাংলাদেশ সংবিধান ৫১ অনুচ্ছেদে রাষ্ট্রপতিকে বিভিন্ন কার্যের ক্ষেত্রে দায়মুক্তি দিয়েছে। ৫২ অনুচ্ছেদের( রাষ্ট্রপতির অভিশংসন) হানি না ঘটিয়ে তিনি নিম্নোক্ত কার্যের জন্য দায়মুক্তি পাবেন-
- রাষ্ট্রপতি তাঁর দায়িত্ব পালন করতে গিয়ে কোন কাজ করে থাকলে বা কোন এক রূপ করা উচিত ছিল, কিন্তু তিনি তেমন করেননি, সেজন্য তাঁকে জবাবদিহি করতে হবে না।
- রাষ্ট্রপতির কার্যভারকালে তাঁর বিরুদ্ধে কোন আদালতে কোন প্রকার ফৌজদারী কার্যধারা দায়ের করা বা চালু রাখা যাবে না এবং তাঁর গ্রেফতার বা কারাবাসের জন্য কোন আদালত হতে পরোয়ানা জারী করা যাবে না।