বাজেট
| বাজেট
সরকারের এক আর্থিক বছরের সম্ভাব্য আয় ও ব্যয়ের লিখিত বিবরণী কে বলে জাতীয় বাজেট(Budget)। বাজেট শব্দটির উৎপত্তি প্রাচীন ফরাসি শব্দ Bougette থেকে যার অর্থ ছোট ব্যাগ। ব্রিটিশ পার্লামেন্টে প্রথম জাতীয় বাজেট ও রাজস্ব নীতি উত্থাপিত হয় ১৭২০ সালে। ব্রিটিশ পার্লামেন্টে প্রথম জাতীয় বাজেট ও রাজস্ব নীতি উত্থাপন করেন স্যার রবার্ট ওয়ালপোল। ভারতীয় বাজেট এর জনক হিসেবে পরিচিত স্যার জেমস উইলসন। তিনি ছিলেন ভারতীয় নিবার্হী পরিষদের অর্থসদস্য। ভারতে ব্রিটিশ সরকারের প্রথম বাজেট বক্তৃতা দেন স্যার জেমস উইলসন।
বাজেটের প্রকার
প্রকৃতি অনুযায়ী বাজেট দুই ভাবে বিভক্ত উদ্বৃত্ত বাজেট ও ঘাটতি বাজেট। সরকারের ব্যয়ের চেয়ে রাজস্ব আয়ের পরিমাণ বেশি হলে তা হলো উদ্বৃত্ত বাজেট। আয়ের চেয়ে ব্যয় বেশি হলে তা হয় ঘাটতি বাজেট।
বাজেটের অংশ
বাজেটের দুটি অংশ রাজস্ব বাজেট ও উন্নয়ন বাজেট। সরকারি কর্মকাণ্ড সচল রাখার জন্য এক অর্থবছরের সরকার যে অর্থ ব্যয় করার পরিকল্পনা গ্রহণ করে তা রাজস্ব বাজেট। কোন অর্থবছরে সরকার উন্নয়ন খাতে যে পরিমাণ অর্থ ব্যয় করার পরিকল্পনা গ্রহণ করে তা হলো উন্নয়ন বাজেট। বিভিন্ন খাতের আয় ব্যয়ের পরিমাণ সমন্বয় সাধন করে যে বাজেট তৈরি করা হয় তাই সংশোধিত বাজেট। মূল বরাদ্দের অতিরিক্ত অর্থ সম্বলিত যে বাজেট অনুমোদনের জন্য সংসদে পেশ করা হয় তাই সম্পূরক বাজেট। এশিয়ার উল্লেখযোগ্য উদ্বৃত্ত বাজেটের দেশ দক্ষিণ কোরিয়া, উজবেকিস্থা্ তাইওয়ান, হংকং ও ম্যাকাও।
পাকিস্তানের বাজেট
১৯৪৭ সালে দেশভাগের পর পাকিস্তানের প্রথম বাজেট পেশ করা হয় ১৯৪৮-৪৯ অর্থবছরে। ১৯৪৭ সালে দেশভাগের পর পাকিস্তানের প্রথম বাজেট পেশ করেন হামিদুল হক চৌধুরী।
অর্থ বছর
সাধারণত সরকারি হিসাব-নিকাশের সুবিধার্থে অর্থবছর নির্ধারণ করা হয়। ব্রিটিশ ভারতে সম্রাট আকবর প্রবর্তিত ফসলি সনের আদলে অর্থবছরে নির্ধারণ করা হয় এপ্রিল-মার্চ মাস। দেশভাগের পর পাকিস্তানে অর্থবছর প্রথমে এপ্রিল মাস থাকলেও পরে তা জুলাই-জুন করা হয়। বাংলাদেশ, পাকিস্তান, ভুটান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এর অর্থ বছর ১ জুলাই থেকে ৩০ জুন। যুক্তরাজ্য, ভারত, মিয়ানমার, জাপা্ সিঙ্গাপুর, হংক্ কানাডা ও দক্ষিণ আফ্রিকার অর্থবছর ১ এপ্রিল থেকে ৩১ মার্চ। বিশ্বের প্রায় ১৫৪ টি দেশের অর্থবছর ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী অর্থাৎ জানুয়ারি থেকে ডিসেম্বর। যুক্তরাষ্ট্র ও থাইল্যান্ডের অর্থবছর ১ অক্টোবর থেকে ৩০ সেপ্টেম্বর। ইরানের অর্থ বছর হয়ে থাকে হিজরী সন অনুসারে।
সংবিধানে বাজেট
বাংলাদেশ সংবিধানে বাজেট কে বলা হয় বার্ষিক আর্থিক বিবৃতি বা Annual Financial Statement. বাংলাদেশ সংবিধানে বার্ষিক আর্থিক বিবৃতি বর্ণিত হয়েছে ৮৭ নম্বর অনুচ্ছেদে।
স্বাধীন বাংলাদেশের বাজেট
স্বাধীন বাংলাদেশের প্রথম বাজেট পেশ করেন দেশের প্রথম অর্থমন্ত্রী তাজউদ্দীন আহমেদ। বাংলাদেশের প্রথম বাজেট পেশ করা হয় ৩০জুন ১৯৭২ বাংলাদেশের প্রথম বাজেটের আকার ছিল ৭৮৬ কোটি টাকা। দেশের প্রথম অর্থমন্ত্রী তাজউদ্দীন আহমদ বাজেট পেশ করেন তিনটি। বাংলাদেশের সর্বাধিক ১২ বার বাজেট পেশ করেন সাইফুর রহমান ও আবুল মাল আবদুল মুহিত। বাংলাদেশে একটানা সর্বাধিক ১২ বার বাজেট পেশ করেন আবুল মাল আবদুল মুহিত। বাংলাদেশ দ্বিতীয় সর্বাধিক বাজেট পেশ করেন এ এম এস কিবরিয়া। একমাত্র রাষ্ট্রপতি হিসেবে জাতীয় সংসদে বাজেট পেশ করেন জিয়াউর রহমান তিনবার। দেশের একমাত্র অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করা হয় ১৯৯৬-৯৭ অর্থবছরে। অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করেন ওয়াহিদ উদ্দিন মাহমুদ।
বাজেটের আকার
বাংলাদেশের সর্বশেষ ২০১৯-২০অর্থবছরে বাজেট ঘোষণা করা হয় ১৩ জুন ২০১৯ বাংলাদেশের মোট বাজেট ঘোষণা করা হয় ৪৯ টি। ৪৯ টি বাজেট পেশ করেন মোট ১৩ জন ব্যক্তি। বাংলাদেশের সর্বাধিক বাজেট পেশ করা হয় আওয়ামী লীগ সরকারের আমলে। বাংলাদেশে প্রথম লাখ কোটি টাকার বাজেট পেশ করা হয় ২০০৯-১০ অর্থবছরে। বাজেটের আকারে বিশ্বের শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র, বাজেটের আকার দ্বিতীয় শীর্ষ দেশ চী্ বাজেটের আকারে ভারতের অবস্থান নবম, বাজেটের আকারের দিক থেকে বাংলাদেশ বিশ্বের ৬৪তম।
তথ্যগুলো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে নেওয়া।