বাংলাদেশের বেকার সমস্যা
|প্রতিবছর দেশে ২২ লাখ তরুণ-তরুণী কর্মবাজারে প্রবেশ করছেন। সরকারি হিসাবেই আমরা বছরে মাত্র ১৩ লাখ কর্ম সৃজন করেছি। কাজেই আমাদের বেকারের সংখ্যা ক্রমাগত বেড়েই চলেছে। ২০১৬-১৭ সালের শ্রমশক্তি জরিপ বলছে, দেশের ৪ কোটি ৮২ লাখ লোক কোনো কাজ করে না! একা সরকার কিংবা কিছু করপোরেট প্রতিষ্ঠানের পক্ষে এই কর্মসংস্থান সম্ভব নয়।
বেকারের সংখ্যা উচ্চশিক্ষিতদের মাঝেই বেশি। দেশে মোট উচ্চশিক্ষিত বেকারের সংখ্যা ৪০০০০ যা মোট উচ্চশিক্ষিতের ১১% ।
১৫-৬৫ বছর পর্যন্ত একজন ব্যক্তিকে কর্মক্ষম হিসাবে ধরা হয়।
২০১৬-২০১৭ বরছরে দেশে মোট কর্মক্ষম ব্যক্তির সংখ্যা ছিল ৬ কোটি ৩৫ লাখ।
পেপার ক্লিপিং
অদক্ষতার খেসারত বেড়েই চলেছে***
বাংলাদেশে বেকারের হার বেশি**
👉 Read More...👇