নিতুন কুণ্ডু
|নিতুন কুন্ড (ডিসেম্বর ৩, ১৯৩৫ – সেপ্টেম্বর ১৫, ২০০৬) একজন বাংলাদেশী চিত্রশিল্পী, মুক্তিযোদ্ধা ও উদ্যোক্তা। তাঁর পুরো নাম নিত্য গোপাল কুন্ড। স্বাধীন বাংলাদেশে নিতুন কুন্ড ১৯৭৫ সালে অটবি লিমিটেড নামক ব্যবসায় প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন। আসবাবপত্র থেকে শুরু করে বিভিন্ন অঙ্গনে তাঁর নকশা স্থান পেয়েছে।
উল্লেখযোগ্য ভাস্কর্য ও ফোয়ারা
- সার্ক ফোয়ারা, ঢাকা (১৯৯৩), প্যান প্যাসেফিক সোনারগাঁও হোটেলের সামনে অবস্থিত।
- সাবাশ বাংলাদেশ, রাজশাহী বিশ্ববিদ্যালয় (১৯৯২)
- কদমফুল ফোয়ারা, পররাষ্ট্র মন্ত্রণালয়
এছাড়া ও তিনি মুক্তিযুদ্ধের সময় পোস্টারের নকশা করেন। উল্লেখযোগ্য পোস্টার হল- ‘সদা জাগ্রত বাংলার মুক্তি বাহিনী’ ও ‘বাংলার বীরমুক্তিযোদ্ধা’।