সার্ক(SAARC)
|বিগত সালের BCS Preliminary- তে এখান থেকে প্রশ্ন এসেছে ১২
টি।
দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সংক্ষেপে সার্ক) The South Asian Association for Regional Cooperation (SAARC) এটি দক্ষিণ এশিয়ার আন্তঃরাষ্ট্রীয় সংগঠন ও ভূরাজনৈতিক সংঘ। শুরুতে এটি দক্ষিণ এশিয়ার ৭ টি উন্নয়নশীল দেশ নিয়ে গঠিত হয়। পরবর্তীকালে ২০০৭ সালে আফগানিস্তান এর সদস্যভুক্ত হয়। তাই বর্তমান সদস্য সংখ্যা ৮, যথা- আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ভারত, নেপাল, মালদ্বীপ, পাকিস্তান ও শ্রীলঙ্কা। (33 তম বিসিএস প্রিলিমিনারি)
সার্কের সাথে বাংলাদেশের রয়েছে নিবিড় সম্পর্ক। বাংলাদেশের প্রয়াত প্রেসিডেন্ট জেনারেল জিয়াউর রহমান প্রথম সার্ক গঠনের উদ্যোগ নেন। কিন্তু তাঁর জীবদ্দশায় তা বাস্তবায়িত হয়নি। পরবর্তীতে ১৯৮৫ সালে তৎকালীন প্রেসিডেন্ট জেনারেল হুসেইন মুহম্মদ এরশাদের উদ্যোগে ঢাকায় আনুষ্ঠানিকভাবে সার্কের কাজ শুরু হয়। সার্ক ১৯৮৫ সালের ৮ই ডিসেম্বর ঢাকায় প্রতিষ্ঠিত হয়। (৩৬, ২২, ২০তম বিসিএস প্রিলিমিনারি)
সার্ক সচিবালয় জানুয়ারী ১৬, ১৯৮৭ সালে নেপালের রাজধানী কাঠমান্ডুতে (৩৮, ২৯তম বিসিএস প্রিলিমিনারি) প্রতিষ্ঠিত হয় এবং নেপালের প্রথিতযশা রাজা বীরেন্দ্র বীর বিক্রম শাহ দেব এটি উদ্বোধন করেন।
সার্কের প্রাতিষ্ঠানিক কাঠামোতে পাঁচটি স্তর আছে। এগুলো হলো- ১) রাষ্ট্র ও সরকার প্রধানদের শীর্ষ সম্মেলন ২) পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন ৩) স্ট্যান্ডিং কমিটি, ৪) টেকনিক্যাল কমিটি এবং ৫) সার্ক সচিবালয়। এগুলোর মাধ্যমে সার্কের বিভিন্ন কর্মকাণ্ড সম্পাদন করা হয়ে থাকে।
সার্কের আঞ্চলিক কেন্দ্রসমূহ
কেন্দ্রের নাম | সংক্ষিপ্ত নাম | অবস্থান |
---|---|---|
সার্ক কৃষিবিষয়ক কেন্দ্র | এসএসি | ঢাকা, বাংলাদেশ |
সার্ক আবহাওয়া গবেষণা কেন্দ্র | এসএমআরসি | ঢাকা, বাংলাদেশ |
সার্ক যক্ষ্মা ও এইচআইভি/এইডস কেন্দ্র | এসটিএসি | কাঠমুন্ডু, নেপাল |
সার্ক নথিপত্রকরণ কেন্দ্র | এসডিসি | নয়া দিল্লি, ভারত |
সার্ক মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র | এসএইচআরডিসি | ইসলামাবাদ, পাকিস্তান |
সার্ক উপকূলীয় অঞ্চল ব্যবস্থাপনা কেন্দ্র | এসসিজেডএমসি | মালদ্বীপ |
সার্ক তথ্য কেন্দ্র | এসআইসি | নেপাল |
সার্ক শক্তি কেন্দ্র | এসইসি | পাকিস্তান |
সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র | এডিএমসি | ভারত (৪০, ৩৭তম বিসিএস প্রিলিমিনারি) |
সার্ক বন গবেষণা কেন্দ্র | এসএফসি | ভুটান |
সার্ক সাংস্কৃতিক কেন্দ্র | এসসিসি | শ্রীলঙ্কা |
সার্ক সম্মেলন
সম্মেলন | স্থান |
---|---|
প্রথম-১৯৮৫ (১০তম বিসিএস প্রিলিমিনারি) | ঢাকা, বাংলাদেশ |
ষষ্ঠ-১৯৯১ (১৭তম বিসিএস প্রিলিমিনারি) | কলম্বো, শ্রীলঙ্কা |
ষোড়শ-২০১০ (৩০তম বিসিএস প্রিলিমিনারি) | থিম্পু, ভুটান |
অষ্টাদশ-২০১৪ | কাঠমান্ডু, নেপাল |
ঊনবিংশ(বাতিল)-২০১৬ | ইসলামাবাদ, পাকিস্তান |
বিংশ-২০১৯ | কলম্বো, শ্রীলঙ্কা |
সার্কের বর্তমান মহাসচিব পাকিস্তানের আমজাদ হোসেন সিয়াল।
The organization promotes development of economic and regional integration. It launched the South Asian Free Trade Area in 2006. SAARC maintains permanent diplomatic relations at the United Nations as an observer and has developed links with multilateral entities, including the European Union.
The South Asian Free Trade Area (SAFTA) is an agreement reached on 6 January 2004 at the 12th SAARC summit in Islamabad, Pakistan.
UNDP এর মানব উন্নয়ন সূচক২০১৮ অনুযায়ী সার্কভূক্ত দেশসমূহে শিক্ষার হার-
মালদ্বীপ-৯৮.৬০ (২১তম বিসিএস প্রিলিমিনারি)
শ্রীলঙ্কা- ৯১.২০
বাংলাদেশ- ৭২.৮ ০
ভারত- ৬৯.৩০
নেপাল ৫৯.৬০
পাকিস্তান ৫৭.০০
ভুটান ৫৭.০০
আফগানিস্তান- ৩১.৭০