* * @return string The prepared query string. */ protected function get_select_query( $limit = false ) { $indexable_table = Model::get_table_name( 'Indexable' ); $taxonomy_table = $this->wpdb->term_taxonomy; $public_taxonomies = $this->taxonomy->get_indexable_taxonomies(); $placeholders = \implode( ', ', \array_fill( 0, \count( $public_taxonomies ), '%s' ) ); $replacements = [ $this->version ]; \array_push( $replacements, ...$public_taxonomies ); $limit_query = ''; if ( $limit ) { $limit_query = 'LIMIT %d'; $replacements[] = $limit; } // Warning: If this query is changed, makes sure to update the query in get_count_query as well. return $this->wpdb->prepare( " SELECT term_id FROM {$taxonomy_table} AS T LEFT JOIN $indexable_table AS I ON T.term_id = I.object_id AND I.object_type = 'term' AND I.version = %d WHERE I.object_id IS NULL AND taxonomy IN ($placeholders) $limit_query", $replacements ); } } সত্যেন্দ্রনাথ দত্ত - BCS-Solution

সত্যেন্দ্রনাথ দত্ত

১৮৮২ খ্রিষ্টাব্দে কলকাতার কাছাকাছি নিমতা গ্রামে কবি সত্যেন্দ্রনাথ দত্ত জন্মগ্রহণ করেন। ‘তত্ত্ববোধিনী’ পত্রিকার সম্পাদক ও উনিশ শতকের বিশিষ্ট প্রাবন্ধিক অক্ষয়কুমার দত্ত ছিলেন তাঁর পিতামহ। সত্যেন্দ্রনাথ বি.এ. শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেন। ছাত্রজীবন থেকেই তিনি কাব্যচর্চা করতেন। দর্শন, বিজ্ঞান,
ইতিহাস, ভাষা, ধর্ম ইত্যাদি বিচিত্র বিষয়ের তিনি অনুরাগী ছিলেন। প্রাত্যহিক জীবনে প্রচুর সময় তিনি অধ্যয়ন ও কাব্যানুশীলনে ব্যয় করতেন। নবকুমার, কবিরত্ন, অশীতিপর শর্মা, ত্রিবিক্রম বর্মণ, কলমগীর প্রভৃতি ছদ্মনামে তিনি কবিতা লিখতেন।

সবিতা, সন্ধিক্ষণ, বেণু ও বীণা, হোমশিখা, কুহু ও কেকা, অভ্র-আবীর, বেলাশেষের গান, বিদায় আরতী, মনিমঞ্জুষা প্রভৃতি তাঁর মৌলিক কাব্য।

তাঁর অনুবাদ-কাব্যগুলোর মধ্যে রয়েছে : তীর্থরেণু, তীর্থ-সলিল ও ফুলের ফসল প্রভৃতি।

তাঁর কবিতায় ছন্দের কারুকাজ, শব্দ ও ভাষা যথোপযুক্ত ব্যবহারের কৃতিত্বের জন্য তাঁকে ছন্দের রাজা ও ছন্দের যাদুকরনামে আখ্যায়িত করা হয়। ১৯২২ খ্রিষ্টাব্দে মাত্র চল্লিশ বছর বয়সে তিনি পরলোকগমন করেন।

Add a Comment