মুহম্মদ আবদুল হাই
|মুহম্মদ আবদুল হাই (জন্মঃ নভেম্বর ২৬, ১৯১৯ মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ – মৃত্যুঃ জুন ৩, ১৯৬৯) বাংলা ভাষার প্রধানতম ধ্বনিবিজ্ঞানী, শিক্ষাবিদ ও সাহিত্যিক।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত ‘সাহিত্য পত্রিকা’র প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন।
প্রকাশিত রচনাসমগ্রঃ
সাহিত্য ও সংস্কৃতি,
বিলাতে সাড়ে সাত শ’ দিন,
তোষামোদ ও রাজনীতির ভাষা,
ভাষা ও সাহিত্য,
এ ফোনেটিক এন্ড ফোনোলোজিক্যাল স্টাডি অব ন্যাসালস্ এন্ড ন্যাসালাইজেশন ইন বেঙ্গলী(A Phonetic and Phonological Study of Nasal and Nasalization in Bengali),
বাংলা সাহিত্যের ইতিবৃত্ত (সৈয়দ আলী আহসান সহযোগে)। উল্লেখ্য যে ‘বাংলা ভাষার ইতিবৃত্ত’ রচনা করেন ড. মুহম্মদ শহীদুল্লাহ