মাইকেল মধুসূদন দত্তের উপাধি

  • বাংলা কাব্যে আধুনিকতার প্রবর্তক
  • নবজাগরণের কবি
  • বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দের রূপকার
  • প্রথম সার্থক নাট্যকার (শর্মিষ্ঠা)
  • প্রথম প্রহসন রচয়িতা (একেই কি বলে সভ্যতা)
  • প্রথম পত্রকাব্যকার(বীরাঙ্গনা) ( উল্লেখ যে, কাজী নজরুল ইসলামের বাঁধনহারা বাংলা সাহিত্যের প্রথম পত্রোপন্যাস।)
  • বাংলা সনেটের প্রবর্তনকারী
  • বাংলা সাহিত্যের প্রথম মহাকবি (মেঘনাদ বধ মহাকাব্য)
  • আধুনিক বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি
  • তাঁকে বলা হয় বাংলার মিল্টন
  • বাংলা গীতিকবিতার প্রথম রচয়িতা(আত্নবিলাপ)
  • Timothy Penpoyem: ছদ্মনামে ইংরেজি কবিতা লিখতেন। তাঁর সর্ব প্রথম কাব্যগ্রন্থ ‘The Captive Lady’ তিনি দুটি ইংরেজি কাব্য লিখেছেন, ১) The captive Lady ২) Visions of the past.

Add a Comment