মুহম্মদ কবীর
|মুহম্মদ কবির ১৬শ শতকের একজন কবি। তিনি হিন্দী কবি মনঝনের মধুমালত কাব্যের অনুসরণে মধুমালতী নামক কাব্য রচনা করেন। কাব্যটি এতোটা জনপ্রিয়তা অর্জন করেছিলো যে, কবিরের পরবর্তি ছয়জন কবি ও ওই একই নাম দিয়ে কাব্য রচনা করেছিলেন। তাঁর রচিত এই মুল্যবান কাব্যগ্রন্থটি চট্টগ্রাম জেলার জোরারগঞ্জে পাওয়া যায়।