চন্দ্রাবতী
|দ্বিজ বংশীদাস (১৬শ-১৭শ শতক) মধ্যযুগের বাংলা মনসামঙ্গল কাব্যধারার অন্যতম কবি। তাঁর মেয়ে চন্দ্রাবতী রামায়ণ রচনা করেন। চন্দ্রাবতী বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি। ভাল চরিত্র ও মিষ্টকন্ঠ দ্বিজ বংশীদাসকে অনেক জনপ্রিয়তা দিলে আর্থিক স্বচ্ছলতা দিতে পারেনি। তাঁর মেয়ে- চন্দ্রাবতীর ভাষায়
ঘরে নাই ধান চাল, চালে নাই ছানি।
আকর ভেদিয়া পড়ে উচ্ছিলার পানি।।