চণ্ডীদাস সমস্যা
|- চণ্ডীদাস সমস্যা কী? (৩৪তম বিসিএস লিখিত)
মধ্যযুগে বাংলা সাহিত্যে তিনজন চণ্ডীদাসের আবির্ভাব ঘটেছিল। একজন শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের বড়ু চণ্ডীদাস, দ্বিতীয়জন বৈষ্ণব পদাবলীর দ্বিজ চণ্ডীদাস তৃতীয়জন দীন চণ্ডীদাস। এই তিনজন কবির জন্মস্থান, কাল ও সাহিত্য কর্ম নিয়ে যে মতবিরোধ ও অস্পষ্টতা বাংলা সাহিত্যে চণ্ডীদাস সমস্যা বলে পরিচিত। প্রথম দুই চণ্ডীদাস চৈতন্য পূর্ববর্তী সময়ে জীবিত ছিলেন। ১৩৪১ সালে মণীন্দ্রমোহন বসু কর্তৃক দীন চণ্ডীদাসের পদাবলি প্রকাশিত হলে। চণ্ডীদাস সমস্যা আরো তীব্রতর হয়। তবে অনেক দ্বিজ চণ্ডীদাস ও দীন চণ্ডীদাসকে একই ব্যক্তি মনে করেন।