গৌরীমঙ্গল কাব্য
|গৌরীমঙ্গল কাব্য রচনা করেন কবিচন্দ্র মিশ্র। কবিচন্দ্রের জন্ম মৃত্যু সাল যথাক্রমে ১৪৯৩ ও ১৫১৯। কবিচন্দ্র মিশ্র গৌরীমঙ্গল রচনা করেন সৈয়দ আলাউদ্দীন হোসেন শাহর আমলে। গৌরীমঙ্গলের একটি পঙক্তি হলো – ভুঞ্জিবা এহার ফল হৈবা অজামুখ- এখানে অজামুখ অর্থ ছাগলের ন্যায় মুখ। ভুঞ্জিবা – ভোগ করবা।