বাগধারা স

সপ্তমে চড়া = প্রচণ্ড উত্তেজনা।
সফরাজি করা = বাইরে মিত্রভাব।
সবেধন নীলমণি= একমাত্র সম্পদ।
সাক্ষি গোপাল= ব্যক্তিত্বহীন নিষ্ক্রিয় দর্শক।
সাজ করতে দোল ফুরানো= প্রস্তুতির জন্য অত্যধিক সময় নেওয়া।
সাতকাহন = প্রচুর পরিমাণ ।
সাত কাণ্ড রামায়ণ শুনে সীতা কার বাপ = চরম অমনোযোগ ও নির্বুদ্ধিতা।
সাত খুন মাপ = অত্যধিক প্রশ্রয়।
সাত নকলে আসল খাস্তা – মূল জিনিষ একের পর এক অনুকরণে হতে থাকলে মূল থেকে বিকৃত হতে হতে অনেক দূরে চলে যায়।
সাত সতেরো = অপ্রয়োজনীয় কথা, বিচিত্র রকমের।
সাপের ছুঁচো গেলা = ইচ্ছা না থাকলেও বাধ্য হয়ে কিছু করা, উভয় সংকটে পড়ে।
সাপের ছুঁচো পা দেখা = গর্বে অন্ধ হওয়া ।
সুলুক সন্ধান= খোঁজ খবর।
সের দরে= নাম মাত্র মূল্যে।
সোঁতের শ্যাওলা = নিরাশ্রয় ও সহায়সম্বলহীন ব্যক্তি ।
সোনার কাঠি রূপোর কাঠি= বাঁচামরার উপায়।
সোনার পাথর বাটি = অলীক বস্তু, অসম্ভব বস্তু ।
স্বখাত সলিল = নিজ বিপদ ডাকা ।
স্বর্গে বাতি দেওয়া= বংশ রক্ষা করা।
স-সে-মি-রা অবস্থা = কাণ্ডজ্ঞানহীন ।


👉 Read More...👇