বাক্য সংকোচন(ঠ, ড)

ঠকায় যে- ঠক
ঠাকুরের পূজা করিবার জন্য যে ঘর- ঠাকুরঘর
ঠাকুরের ভাব- ঠাকুরালি
ঠাণ্ডায় পীড়িত- শীতার্ত
ঠাণ্ডা ও গরম- শীতোষ্ণ
ঠিকমত নাম ধাম আছে যাহাতে- ঠিকানা
ঠিকরাইয়া পড়ে যাহা- ঠিকরানো
ঠিক নয় যা- বেঠিক
ঠেঙিয়ে ডাকাতি করে যারা- ঠ্যাঙারে
ডাকঘরের চিঠি বিলি করে যে পিয়ন- ডাকপিয়ন
ডাকের জন্য নির্ধারিত মাশুল- ডাকমাশুল
ডাক বহন করে যে- ডাকহরকরা
ডিঙি বাইবার দাঁড়- বৈঠা
ডিম্বাশয়ের মধ্যে প্রাণকোষ- ডিম্বাণু
ডুবিবার উপক্রম হইয়াছে এমন- ডুবুডুবু

Add a Comment