বাগধারা ছ

ছকড়ানকড়া – অবজ্ঞা সূচক ব্যাবহার, তুচ্ছতাচ্ছিল্য করা।
ছক্কা পাঞ্জা করা = লম্বা লম্বা কথা বলা ।
ছাঁদনাতলা= বিবাহের মণ্ডপ।
ছাই চাপা আগুন= অপ্রকাশিত প্রতিভা।
ছাই ফেলতে ভাঙ্গা কুলা = অকিঞ্চিতকর কাজে অকিঞ্চিতকর জিনিস ব্যবহার করা।
ছাগল টাঙানো= লম্বা জায়গা নেওয়া।
ছাতা দিয়ে মাথা রাখা= বিপদে সাহায্য করা।
ছামনি নাড়া= দৃষ্টি বিনিময়।
ছা পোষা = পোষ্য ভারাক্রান্ত, অত্যন্ত গরিব।
ছিনিমিনি খেলা = অপব্যয় করা, নষ্ট করা।
ছুঁচোর কেত্তন= অবিরাম কলহ।
ছেঁড়া চুলে খোঁপা বাঁধা = বৃথা চেষ্টা করা, পরকে আপন করার চেষ্টা।
ছড়ি ঘুরানো = বিরক্তিকরভাবে সর্দারি করা ।
ছয়কে নয় নয়কে ছয়= অপচয় করা।
ছ’কড়া ন’কড়া = সস্তা ।


👉 Read More...👇