বাক্য সংকোচন(ধ)

ধনুকের ধ্বনি- টঙ্কার
ধনের দেবতা- কুবের
ধন্যবাদের যোগ্য- ধন্যবাদাহ
ধন জয় করেন যিনি- ধনঞ্জয়
ধন নাই যাহার- নির্ধন
ধর্মই আত্মা যার- ধর্মাত্মা
ধর্মপুরুষ বা সন্ন্যাসীর পর্যটন- পরিব্রাজন
ধর্মীয় কাজ করার জন্য তীর্থভ্রমণ- প্রব্রজ্যা
ধর্মের প্রতি নিষ্ঠাবান- ধর্মিষ্ঠ
ধান্যাদি পরিমাপকারী – কয়ালি
ধার করতে ইচ্ছুক- ঋণপ্রার্থী
ধীরে যে গমন করে- ধীরগামী, মন্দাগামী
ধী শক্তির অধিকারী- ধীমান
ধুনা জ্বালানো হয় যে পাত্রে- ধুনাচি
ধুম্র লোচন যার- ধূম্রলোচন
ধুর (তীক্ষ্ণ বুদ্ধি) ধারণ করে যে- ধুরন্ধর
ধুলার মত যার রং – পাংশুল
ধূম্র উদগীরণ করিতেছে যাহা- ধুমায়মান
ধূলায় পরিণত – ধূলিসাৎ
ধোঁয়ার ন্যায় বর্ণযুক্ত- ধোঁয়াটে
ধ্যান করেন যিনি- ধ্যানী

Add a Comment