‘স্ত’ ও ‘স্থ’
|১. ‘স্ত’ বা ‘স্থ’ যদি শব্দের শেষে ঘটে, তাহলে শব্দ থেকে ‘স্ত’ ও ‘স্থ’ বাদ দেওয়ার পরও যদি একই অর্থ দ্যোতক হয় তবে ‘স্থ’ ব্যবহার হবে। অন্যথায় ‘স্ত’ ব্যবহার হবে। যেমন-
নিকটস্থ(নিকট+স্থ), পদস্থ(পদ+স্থ), অভ্যন্তরস্থ(অভ্যন্তর+স্থ) ইত্যাদি।
বিশ্বস্ত(বিশ্ব+স্ত), সমস্ত(সম+স্ত), পরাস্ত(পরা+স্ত) ইত্যাদি।
২. পদের শেষে’-গ্রস্থ’ নয় ‘-গ্রস্ত’ হবে। যেমন— বাধাগ্রস্ত, ক্ষতিগ্রস্ত, হতাশাগ্রস্ত, বিপদগ্রস্ত ইত্যাদি। এক নম্বর নিয়মের সাথেও এটিকে মিলিয়ে পড়া যায়।
৩. মুখস্থ, অবস্থা বানানে স্বভাবতই ‘স্থ’।