সাতকাহন কি/কতগুলো?

সাতকাহন- শব্দটির দুরকম অর্থ হয়।
১.
চারটি = এক হালি/গোণ্ডা
বিশ গোণ্ডায় = এক পণ(অর্থাৎ ৮০ টি)
ষোল পণে = এক কাহন(৮০*১৬=১২৮০ টি)
তাই এক কাহন = ১২৮০, সে হিসাবে ৭*১২৮০=৮৯৬০ টি বুঝায়।
২. অসংখ্য বা অন্তহীন বুঝাতে ও ব্যবহার হয়।

সাতকাহন নামে সমরেশ মজুমদারের একটি বিখ্যাত উপন্যাস আছে। বর্তমানে ‘কাহন’ নামে এক বাদ্যযন্ত্র ও পাওয়া যায়।

Add a Comment