বিদেশি শব্দ
|বাংলা ভাষার শব্দসম্ভার দেশি, বিদেশি, সংস্কৃত- যে ভাষা থেকেই আসুক না কেন, এখন তা বাংলা ভাষার নিজস্ব সম্পদ। এগুলো বাংলা ভাষার সঙ্গে এমনভাবে মিশে গেছে যে, বাংলা থেকে আলাদা করে এদের কথা চিন্তা করা যায় না। যেমন—টেলিফোন, টেলিগ্রাফ, রেডিও, স্যাটেলাইট ইত্যাদি প্রচলিত শব্দের কঠিনতর বাংলা পরিভাষা সৃষ্টি নিষ্প্রয়োজন।
ক. আরবি শব্দ
খ. ফারসি শব্দ
গ. ইংরেজি শব্দ
ঘ. ইউরোপীয় ভাষার শব্দ
ঙ. অন্যান্য ভাষার শব্দ
চ. মিশ্র শব্দ
ছ. পারিভাষিক শব্দ
জ. পর্তুগিজ শব্দ