মগের মুলুক

মগের মুলুক কোথায়? প্রাচীন ব্রহ্মদেশ, ব্রিটিশ যুগের বার্মা, বর্তমান মায়ানমারের একটি প্রদেশ আরাকান। বাংলাদেশের চট্টগ্রামের গা-ঘেঁষা। সেখানকার অধিবাসীদের বলা হতো মগ। (পুবে মগ ছিল বলেই কি বাঙালরা পশ্চিমদিকের লোকদের ঘটি নাম দিয়েছিল? ঐতিহাসিকরা সাহায্য করুন!) সেই মগরা বাংলায় নবাবি আমলে প্রশাসনিক দুর্বলতার সুযোগ নিয়ে দক্ষিণবাংলায় লুঠপাট আর অরাজকতার সৃষ্টি করেছিল। আইন না-মেনে গায়ের জোরে কেউ কিছু করতে গেলে তাকে শুনতে হয়, ‘এটা কি মগের মুলুক পেয়েছ?’

Add a Comment