বাক্য সংকোচন(ষ, স)
|ষট (ছয়) প্রকার যন্ত্রের কূটপরামর্শ- ষড়যন্ত্র
ষাঁড়ের চেহারা তুল্য – ষণ্ডামার্কা
ষাট বছর পূর্ণ হওয়ার উৎসব- হীরক জয়ন্তী
ষোল বছর বয়স যে মেয়ের- ষোড়শী
সংযত কথাবার্তা বলেন যিনি- সংযতভাষী/ মিতভাষী
সংস্কার বিহীন ব্যক্তি- ব্রাত্য
সকলের জন্য প্রযোজ্য- সর্বজনীন
সকলের জন্য হিতকর বা মঙ্গলজনক- সর্বজনীন
সঙ্গে চলে যে- সহচর
সদ্য দোহনকৃত উষ্ণ দুধ- ধাররাষ্ণ
সদ্য (এইমাত্র) স্নান করিয়াছে যে- সদ্যস্নাত
সন্ধান করিবার ইচ্ছা – সন্ধিৎসা
সবকিছু গ্রাস করে যাহা/যে- সর্বগ্রাসী
সবার অজ্ঞাতে লুকানো ধন- গুপ্তধন
সব কিছু জানে যে- সবজান্তা/ সর্বজ্ঞ
সব কিছু সহ্য করেন যিনি- সর্বংসহা, সর্বংসহ
সব সময় হরিৎ যে কান্তার- চিরহরিৎ
সমভাবে সকলকে দর্শন করেন যিনি- সমদর্শী
সমস্ত কিছু জানেন যিনি- সর্বজ্ঞ
সমস্ত জীবনব্যাপী- যাবজ্জীবন
সমস্ত পদার্থ ভক্ষণ করে যে – সর্বভুক
সমান গোত্র যার- সগোত্র
সমান তীর্থ যাহাদের- সতীর্থ
সমান বয়স যাহাদের- সমবয়সী
সমুদ্রের ঢেউয়ের শব্দ- কল্লোল
সমুদ্রের ঢেউ- ঊর্মি
সমুদ্র হতে হিমালয় পর্যন্ত- আসমুদ্রহিমাচল
সম্পাদনা করিতে হইবে এমন- সম্পাদ্য
সম্পূর্ণ নতুন- অভিনব
সম্পূর্ণ বিপরীত- বিপ্রতীপ
সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা – প্রত্যুদ্গমন
সম্যকভাবে কোন কিছু সংঘটন করেন যিনি- সংঘটক
সম্রাটদের বা রাজাদের বিবরণ- শাহনামা, রাজাবলি
সরোবরে জন্মে যা- সরোজ
সর্বজনের কল্যাণে- সর্বজনীন
সর্বত্র গমন করেন যিনি -সর্বগ
সর্বনাশ সাধন করে যে- সর্বনাশা
সর্বাপেক্ষা পাপী- পাপিষ্ঠ
সহজে নিবারণ করা যায় না যা/কষ্টে নিবারণ করা যায় যা- দুর্নিবার
সহজে পরিপাক হয় না যাহা- দুষ্পরিপাচ্য
সহজে লাভ করা যায় না যা/কষ্টে লাভ করা যায় যা- দুর্লভ
সাক্ষাৎ দ্রষ্টা – সাক্ষী
সাপের খোলস – নির্মোক বা কধুক
সার নেই যার মধ্যে- অন্তঃসারশূন্য
সিংহের ধ্বনি – হুংকার, নাদ
সুদে টাকা কাটানো- তেজারতি
সুন্দর প্রভা যার- সুপ্রভা
সুরের ধ্বনি- তান
সুহৃদের ভাব – সৌহার্দ্য
সু (শোভন) হৃদয় যাঁর- সুহৃদ
সূর্যাদির এক রাশি হইতে অন্য রাশিতে গমন – সংক্রান্তি
সূর্যের পুত্র- সৌরি
সূর্যের ভ্রমণপথের অংশ বা পরিমাণ- অয়নাংশ
সূর্যোদয়ের অব্যবহিত পূর্ববর্তী দুই দণ্ডকাল- ব্রাহ্মমুহূর্ত
সূর্যোদয় থেকে পরবর্তী সূর্যোদয় পর্যন্ত- সাবন
সৃষ্টিকর্তার অস্তিত্বে বিশ্বাস নাই যার -নাস্তিক
সৃষ্টি করার ইচ্ছা- সিসৃক্ষা
সেনাদল যাহারা যুদ্ধে ‘জয় অথবা মুত্যু’ এমন শপথ করেছে – সংশপ্তক
সেবা করার ইচ্ছা- শুশ্রুষা
সৈনিকদলের বিশ্রাম শিবির- স্কন্দাবার
সোমের পুত্র- সৌম্য
সৌভাগ্যবতীর পুত্র- শ্রীবৎস
স্তন্য পান করে যে- স্তন্যপায়ী
স্ত্রীর বশীভূত হয় যে- স্ত্রৈণ
স্ত্রীর সঙ্গে বর্তমান- সস্ত্রীক
স্থাবর জঙ্গমের সঙ্গে – সচরাচর
স্নান করিয়াছে যে- স্নাত
স্বপ্নে (ঘুমে) শিশুর স্বগত হাসি-কান্না- দেয়ালা
স্বমত অন্যের উপর চাপিয়ে দেয় যে- স্বৈরাচারী
স্বয়ং যে হয়েছে- স্বয়ম্ভূ
স্বর্গের গঙ্গা – মন্দাকিনী
স্বর্ণকারের মজুরি- বানি
স্বাদ গ্রহণ করা হয়েছে এমন- স্বাদিত
স্বামীর চিতায় পুড়ে মরা- সহমরণ
স্বার্থের জন্য অন্যায় অর্থ প্রদান (ঘুষ)- উপদা
স্মরণের যোগ্য- স্মরণাই
সৎকুল জাত – কুলীন